বিকাশ সাহাঃ রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় প্রায় দের ঘটনা আটকে রইল রাধিকাপুর এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। এদিন শনিবার সন্ধ্যের সময় কাটিহার রাধিকাপুরগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচিত এক বৃদ্ধ। কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত শান্তি কলোনী এলাকার পার্শ্ববর্তী বিন পাড়া এলাকায় আনুমানিক ৬০ বছর বয়সী বৃদ্ধের রেলে কাটা পড়ার খবরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ার পর সন্ধে ৬ টা নাগাত কালিয়াগঞ্জ ষ্টেশন থেকে প্রায় ৩০০ মিটার দূরে রাধিকাপুর এক্সপ্রেস ষ্টেশনে ঢোকার আগেই বিন পাড়া এলাকায় দাঁড়িয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। আটকে থাকা রাধিকাপুর এক্সপ্রেস প্রায় দের ঘণ্টা পর কালিয়াগঞ্জ ষ্টেশনে প্রবেশ করে।
কালিয়াগঞ্জে প্রায় দের ঘটনা আটকে রইল রাধিকাপুর এক্সপ্রেস
শনিবার,১৪/১১/২০১৫
452
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: