অল স্টার সিরিজ ম্যাচে হার শচীনের দল


রবিবার,১৫/১১/২০১৫
663

খবরইন্ডিয়াঅনলাইনঃ    অল স্টার সিরিজের শেষ ম্যাচেও শচীন ব্ল্যাস্টার্সকে হারাল ওয়ার্ন ওয়ারিওর্স। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চার উইকেটের জয় পায় ওয়ারিওর্স। ২২০ রানের লক্ষে খেলতে নেমে ১ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেন ওয়ার্নের দল।

লস অ্যাঞ্জেলসের ডটগার বেসবল স্টেডিয়ামে বড় টার্গেটে খেলতে নেমে দলীয় শুণ্য রানেই উইকেট খোয়ায় ওয়ারিওর্স। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসের বলে বোল্ড হন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তবে ক্যালিসের সর্বোচ্চ ৪৯ ও রিকি পন্টিং (৪৩) আর কুমার সাঙ্গাকারার (৪২) দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় দলটি।

এরআগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সূচনাটা দারুণ করেন ভারতীয় দুই ওপেনার ভিরেন্দ্র শেওয়াগ ও অধিনায়ক শচীন টেন্ডুলকার। শচীন করেন সর্বোচ্চ ৫৬ রান। ৫০ রান আসে আরেক ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির ব্যাট থেকে। পরে নির্ধারিত ওভার শেষে দলটি পাঁচ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। ওয়ারিওর্সের হয়ে নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি তিনটি উইকেট নেন।

বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে এই সিরিজের আয়োজন করেন শচীন ও ওয়ার্ন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট