পরিতোষ বর্মণঃ গতকাল রাতে হাট থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতি দ্বারা খুন হলেন তপন ব্লকের রামপাড়া চ্যাচড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান লুৎফর রহমান। জানা যায়, রাতে জুরমুল সাঁকো পার হবার সময় দুষ্কৃতিরা তাকে ঘিরে ধরে তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। গভীর রাত পর্যন্ত লুৎফর রহমানের কোন খোঁজ না মেলায় পরিবারের লোকেরা তার খোঁজ করতে বের হলে, রাত বারোটা নাগাদ রক্তাত অবস্থায় মুন্ডু বিহীন দেহ উদ্ধার হয় সাঁকোর কাছ থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে স্থানীয় কিছু মানুষের সঙ্গে লুৎফরের ব্যবসা সক্রান্ত বিষয় নিয়ে বিবাদ বাধে। সেই বিবাদের জেরেই লুৎফর রহমান খুন হতে পারেন বলে প্রাথমিক অনুমান পুলিশের । তবে লুৎফরের দাদা অভিযোগ তোলেন কি কারণে তার ভাইকে খুন করা হয়েছে তা জানা না গেলেও খুনের সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
অন্যদিকে তৃণমূলের একাংশের ধারণা উপ-প্রধান লুৎফর রহমান খুনের পিছনে গোষ্ঠী কোন্দলও হতে পারে । তবে পুলিশ সমস্ত বিষয় বিবেচনা করে খুনের তদন্ত শুরু করবার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
পঞ্চায়েতের উপ প্রধান খুন
বৃহস্পতিবার,১৯/১১/২০১৫
539

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: