Categories: রাজ্য

রায়গঞ্জে এসে কংগ্রেসকে সিপিএমের “বি” টিম বলে আখ্যা দিলেন সাংসদ শুভেন্দু অধিকারী

 বিকাশ সাহাঃ   এদিন রবিবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যাচক্র স্কুলের মাঠে কর্মী সভায় এসে কংগ্রেসকে সিপিএমের বি টিম বলে আখ্যা দিলেন সাংসদ শুভেন্দু অধিকারী।
এদিনের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, ২০১১ সালের বিধানসভা ভোটে আমরা জোট ধর্ম মেনে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে আমরা কংগ্রেসকে বেশি আসন ছেড়ে নির্বাচনে লড়াই করেছিলাম। কিন্তু আমরা দেখেছি, যে আজকে এই এলাকার, এই জেলার কংগ্রেসের নেতারা বিশেষ করে দীপা দাসমুন্সী, অধীর চৌধুরীরা, যারা সিপিএমের সঙ্গে মিশতে সচ্ছন্দ বোধ করেন, যারা বামফ্রন্টের সঙ্গে বসতে সচ্ছন্দ বোধ করেন। যেমন রায়গঞ্জের মোহিত সেনগুপ্ত , অশোক ভট্টাচার্য শিলিগুড়ি থেকে এসে, তার সঙ্গে কোলাকুলি করেন। এরা হল সিপিএমের বি টিম। একটা সময় তরমুজ বলা হত। টিক এরা সেই প্রজাতির মধ্যে পড়ে। এরা সেদিন জোটের বিরোধিতা করে তৃণমূলের প্রার্থীদের হারানোর জন্য উত্তর দিনাজপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত তৃণমূলের আসন গুলিতে গোঁজ দাঁর করিয়ে ছিল। ২০১৪ সাল লোকসভা ভোট, একদিকে একজন ধর্মান্ধ নরেন্দ্র মোদী, তাঁর বাহিনী, গোটা ভারতবর্ষ জুড়ে আওয়াজ তুললো “আচ্ছে দিন শুরু হনে ওয়ালা হে”। ভাল দিন ফিরে আসবে। তিনি বলেছিলেন, সুজারল্যান্ড থেকে কাল ধন ফেরত আসবে। আর প্রত্যেকের আকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা হয়ে যাবে ১০০ দিনে মধ্যে। ২০ কোটি বেকার চাকরী পেয়ে যাবে। আর কি বলত তাঁরা, জিনিসপত্রের দাম একেবারে কমে যাবে আর দুর্নীতিমুক্ত ভারতবর্ষ তৈরি হবে। কিন্তু বাংলায় একা লড়ে আমরা ১৯ এর বদলে ৪২ এর মধ্যে ৩৪ টা আসনে জিতলাম। এবং ভারতবর্ষে সংখ্যার বিচারে আমরা চতুর্থ রাজনৈতিক দল হলাম। আজকে তিন তিনবার পঞ্চায়েতের ভোটের তারিখ পিছিয়ে দেওয়া হল। তথকালিন নির্বাচন কমিশনার এখন তৃণমূলের বিরুদ্ধে কুৎসা প্রচারক মিরা পাণ্ডে মহোদয়া, তিনি সিপিএম, কংগ্রেস আর বিজেপি সহ কিছু ইলেক্ট্রনিক্স চ্যানেল আর দুটি একটি প্রিন্ট মিডিয়াকে নিয়ে পঞ্চায়েত ভোটে আমাদের বিরুদ্ধে নামলেন। সেই সময় রমজান মাসে ভোট চাপিয়ে দেওয়া হয়েছিল। তথকালিন বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং নির্বাচন কমিশনার বলল পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে ভোট হবে না। তাঁরা সুপ্রিম কোটে গেল। বলল সেন্ট্রাল পুলিশ চাই। তাই হল কিন্তু কি দেখলেন আপনারা? দেখলেন ১৩ টা জেলা পরিষদে প্রথমেই জিতে গেলাম আমরা। আশি ভাগের বেশি পঞ্চায়েত কমিটি, গ্রাম পঞ্চায়েত জিতলাম তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা। আপনারা দেখলেন মানুষ মমতা ব্যানার্জীর সঙ্গে আছেন।
সাংসদ শুভেন্দু অধিকারী ছাড়াও এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন, গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় সচিব তথা উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য, চোপরার বিধায়ক হামিদুর রহমান, পূর্ণেন্দু দে, আইএনটিটিউসির জেলা সভাপতি অরিন্দম সরকার সহ প্রমুখ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: