বিকাশ সাহাঃ আদিবাসীদের জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে এদিন মঙ্গলবার দুপুরে হেমতাবাদ ব্লকের বিএলআরও মঞ্জুশ্রী সাংডেনের হাতে ১১ দাবী সম্মেলিত স্মারকলিপি তুলে দিল আদিবাসী জমি রক্ষা কমিটি। এদিন দুপুরে তীর, ধনুক নিয়ে হেমতাবাদের শাল বাগান মাঠে জমা হয় কয়েকশ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সেখান থেকে মিছিল করে বিএলআরও দপ্তরের সামনে এসে মিছিল শেষ হয়। এরপরেই আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে বিএলআরও কে ডেপুটেশন দেওয়া হয়।
আদিবাসী জমি রক্ষা কমিটির ডেপুটেশনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য, বাবলু সরেন, শৈলেশ মুর্মু সহ প্রমুখ।
আদিবাসী জমি রক্ষা কমিটির সদস্যরা জানান, হেমতাবাদ ব্লকের আদিবাসীদের জমির বিভিন্ন সমস্যা রয়েছে। আদিবাসীদের বর্গা থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাঁদের বাস্তু ভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে। এরই প্রতিবাদ সহ আদিবাসীদের পুনর্বহাল জমিতে রাখতে হবে। সিএস ও আরএস রেকর্ড দেখে জমি ঠিক রাখা সহ আদিবাসীদের জমি আদিবাসীদের ফেরত দেওয়ার দাবীতে আমরা আন্দোলনে নেমেছি। বিএলআরও সহযোগিতা করে আদিবাসীদের সমস্ত রেকর্ড ঠিকঠাক করে দেওয়ার ব্যাপারে আমরা বিএলআরও কে জানিয়েছি।
হেমতাবাদে আদিবাসী জমি রক্ষা কমিটির ডেপুটেশন
মঙ্গলবার,২৪/১১/২০১৫
500

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: