সহপাঠির মারের জন্য হোম ছেড়ে পালানোর চেষ্টা


মঙ্গলবার,২৪/১১/২০১৫
664

 পরিতোষ বর্মণঃ   সহপাঠিদের মারধরের চোটে হোম ছেড়ে পালানোর চেষ্টা করল হোমের পাঁচ খুদে আবাসিক। সোমবার স্কুলে পড়তে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় সমাজ কল্যাণ দপ্তরের অধিনস্ত বালুরঘাট শুভায়ন হোমের পাঁচ কিশোর। ঘটনা জানার পর দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনের সন্ধান এখন মেলেনি। সোমবার বালুরঘাট প্রনবানন্দ বিদ্যাপীঠে পড়তে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় শুভায়ন হোমের পাঁচ কিশোর। চতুর্থ শ্রেনির রাজ কুমার কাছুয়া, রহিম আনসারি, সন্তোষ দাস এবং দ্বিতীয় শ্রেনির ইনামুল হক ও ভুলু কুমার। রাজ কুমার কাছুয়া সন্তোষ দাস ও ভলু কুমারের বাড়ি আসানসোলে। ইনামুল হকের বাড়ি বাংলাদেশের পাবনা জেলায় এবং রহিম আনসারির ইটাহারে। বিষয়টি জানাজানির পর বালুরঘাট শহর লাগোয়া পাগলীগঞ্জ এলাকা থেকে ইনামুল হক ও ভলু কুমারকে আটক করা হয়। আটক করার পর দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া কিশোররা জানিয়েছে, হোমে অন্য সহপাঠীরা তাদের ওপর শারীরিক অত্যাচার চালাত। যে কারনেই তারা হোম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার আটক করা দুই কিশোরকে হোম কর্তৃপক্ষের হাতে তুলে দেয় চাইল্ড লাইন। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। Paritosh Barman_photo

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট