সত্যজিৎ চক্রবর্তীঃ ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০১৫ মিলন মেলা প্রাঙ্গনে ইন্ডিয়ান সোসাইটির অফ ইঞ্জিনিয়ার -এর ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ লাইটিং শুরু হল। এই অনুষ্ঠানে দেশ ও বিদেশ থেকে প্রতিনিধিরা এসেছেন। এনারা সকলে বিশেষজ্ঞ লাইটিং -এর ব্যাপারে। প্রতিদিন এনারা টাইম টু টাইম আলো নিয়ে আলোচনা করবেন। এই অনুষ্ঠানে প্রায় ৩০০ জন প্রতিনিধি থাকবেন। এই বিষয়ে জানালেন কমল সেটিয়া। প্রেস ক্লাবে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই কথা জানা গেল। যাদবপুর বিশ্ববিদ্যায়ের অধ্যাপকরা উপস্থিত থাকবেন শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন।
মিলন মেলাতে এল আই আই – ২০১৫ শুরু হল
বৃহস্পতিবার,২৬/১১/২০১৫
768

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: