পরিতোষ বর্মণঃ ফের ছাত্র সংঘর্ষের জেরে উত্তাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট “ল” কলেজ। পুরোনো বচসার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষে দুই পক্ষের মোট ১০ জন আহত। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ছাত্র সংসদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের মোট ১০ জন আহত। আহতরা বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অভিজিৎ সাহা নামে এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানাযায় এইদিন বেলা ১২ নাগাদ মহেশ পারেক ও শ্বাস্বত চাকির গোষ্ঠী বুধবার সন্ধ্যায় এক ঘটনার জেরে বচসায় জড়ায়। বচসা চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে সৃষ্টি হয় হাতাহাতি ও ব্যাপক ভাঙচুর। ঘটনায় দুই পক্ষের খন্ড যুদ্ধে গুরুতর আহত হয় ১০ জন। ভাঙচুর চলে ক্লাস রুমের দরজা থেকে ব্রেঞ্চ ও চেয়ার টেবিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ডিএসপি(সদর)সৌম্যজিত বড়ুয়া, বালুরঘাট থানার আইসি বিপুল ব্যানার্জীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসে কম ব্যাট ফোর্স। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে ঘটনার পর থেকে বন্ধ রয়েছে আইন কলেজ।
দক্ষিণ দিনাজপুরে ‘ ল ‘ কলেজে ছাত্র সংঘর্ষ
বৃহস্পতিবার,২৬/১১/২০১৫
656