মডেল স্কুল পরিদর্শন করলেন ডেনমার্কের গবেষক মিষ্টার পল


বৃহস্পতিবার,২৬/১১/২০১৫
576

পরিতোষ বর্মণঃ    দক্ষিণ দিনাজপুর জেলার মডেল স্কুল হিসেবে উঠে আসা তপন ব্লকের বালাপুর গ্রামপঞ্চায়েতের চেঁচাই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ডেনমার্কের শিক্ষামূলক গবেষক মিষ্টার পল। তিনি বিদ্যালয় ও গ্রাম পরিদর্শন করে শিক্ষার অন্য দিশার হদিশের কথা জানালেন। চেঁচাই প্রাথমিক বিদ্যালয় ইতি মধ্যে জেলার শিক্ষার মানচিত্রে অন্য স্থান অধিকার করেছে ইউনিসেফের প্রতিনিধিরা পরিদর্শন করার পরে গত বুধবার এই বিদ্যালয় পরিদর্শন করলেন ডেনমার্কের শিক্ষা মূলক গবেষক মিষ্টার পল। তিনি জানান, ভারত বর্ষের বিভিন্ন গ্রাম ও বিদ্যালয় ঘোরার পরে এই বিদ্যালয়ে তিনি সন্ধান পেলেন শিক্ষা ব্যবস্থার অনন্য নিদর্শন। যেখানে শিক্ষার পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে তথ্য প্রযুক্তিকে নিবিড় ভাবে যোগ সূত্রে বাধা হয়েছে। এই গ্রামে জীবন জীবিকা সঙ্গে বিদ্যালয়টিকে মানুষের মধ্যে এমন ভাবে স্থাপন করা হয়েছে যা শিক্ষা ব্যবস্থায় বিশেষ দিশা দেবে। তিনি এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে অন্যান্য এলাকায় তুলে ধরতে সচেষ্ট হবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র মহন্ত আমাদের জানান, এই বিদ্যালয়ের প্রতিটি জিনিস যেমন মিষ্টার পল পরিদর্শন করলেন তেমনি মানুষের সঙ্গেও কথা বলে শিক্ষা ব্যবস্থার পদ্ধতির প্রশংসা করেন। গ্রামের অধিকাংশ মানুষ তপশিলি জাতি ও উপ-জাতি হওয়ায় তাদের কাছে শিক্ষা ও বিদ্যালয়ে প্রবেশ প্রজন্মের নিরিখে এই প্রথম। তাই শিক্ষা ব্যবস্থাকেও অন্য রকমভাবে এখানে গড়ে তুলতে হয়েছে। Paritosh Barman_photo

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট