কালিয়াগঞ্জে চোদ্দ হাত বোল্লা কালী পূজা


শনিবার,২৮/১১/২০১৫
1412

বিকাশ সাহাঃ    দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা কালীর আদলে তৈরী চোদ্দ হাত বোল্লা কালী পুজিত হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে । উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ১ নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুরের হরি মোড়ে প্রতি বছরের ন্যায় এবারও চোদ্দ হাত বোল্লা কালীর পূজো করা হল। শুক্রবার রাতে নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে বোল্লা কালী মায়ের পূজো করা হয় এখানে। এই পূজো এবারে ৬ বছরে পা দিল। পূজোকে কেন্দ্র করে এখানে বিশাল মেলা বসেছে। পাঁচ দিন ব্যাপি চলবে এই মেলা। এই মেলা কে কেন্দ্র করে প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম ঘটছে এখানে। শুধু মাত্র কালিয়াগঞ্জ ব্লক নয়, এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লক থেকেও প্রচুর লোক এখানে আসছেন। এদিন শনিবার ও আগামীকাল রবিবার রাতে বসবে বাউল গানের আসর। উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বাউল শিল্পীরা এখানে বাউল গান করবেন। আগামী সোমবার ও মঙ্গলবার বসবে যাত্রাগানের আসোর।
উত্তর দিনাজপুর জেলার চোদ্দ হাত বোল্লা মেলা কমিটির সদস্যরা জানান, ৬ বছর ধরে এখানে বোল্লা মায়ের পূজো হয়ে আসছে। এখানে পূজোর দিন বলি হয়। মায়ের আশীর্বাদ ধন্য ভক্তরা প্রতি বছর সোনা, রুপা মায়ের পায়ে অর্পণ করেন। দক্ষিন দিনাজপুর জেলার বোল্লা পূজার নিয়ম মেনে এখানেও বোল্লা মায়ের পূজা করা হয়। দক্ষিন দিনাজপুর জেলার বোল্লা পূজোর দিন এখানে পূজো শুরু হয় আবার মেলা শেষে এখানকার বোল্লা মায়ের বিসর্জন করা হয় ।DSCN8170

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট