খবরইন্ডিয়াঅনলাইনঃ সব বয়সী দের চুলপড়ার সমস্য কম-বেশি আছে। ইদানিং শুধু নারী নয় পুরুষেও এ সমস্যা দেখা দিচ্ছে। এ সমস্যা থেকে রক্ষা পেতে আমারা অনেক কিছুই করে থাকি।
চুলপড়া রোধে আমরা Castor Oil ব্যবহার করতে পারি। স্নান আগে Castor Oil এর সঙ্গে অন্য যেকোন চুলে মাখা তেল মিশিয়ে সব চুলের গোড়ায় ভালভাবে লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর ঘণ্টা খানেক অপেক্ষা করে আপনার পছন্দের শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে নিন।
এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। Castor Oil ব্যবহারের কিছু দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন মাথায় নতুন ছোট ছোট চুল গজাচ্ছে এবং চুল পড়াও ধীরে ধীরে কমে আসছে। সাধারণত ব্যবহারের এক মাসের মাধ্যে এর ফল বুঝতে পারার কথা। প্রতিবারে ব্যবহারের পর হাত ভাল করে ধুয়ে নিবেন, নয়ত আপনার হাতের লোম ঘন হয়ে যেতে পারে। আর খেয়াল রাখতে হবে যেন মুখে Castor Oil থেকে সাবধানে রাখবেন।
Bangalore Refinery 999 Purity Silver Bar 20 Gram
₹2,213.00 (as of রবিবার,১২/০১/২০২৫ ১৫:২৬ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)Amazon Brand - Vedaka Cumin (Safed Zeera) whole, 100 g
Now retrieving the price.
(as of রবিবার,১২/০১/২০২৫ ১৫:২৬ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)