পরিতোষ বর্মণঃ দক্ষিণ দিনাজপুর জেলা জাপানিজ এনসেফালাইটিস প্রবন হওয়ায় ১৫ থেকে ৬৫ বছর বয়সী সমস্ত মানুষকে ভ্যাক্সিনেশন দিতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। আগামী ৭ থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত জেলা জুড়ে চলবে এই ভ্যাক্সিনেশন কর্মসূচী চলবে। আগামী ৭ থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত পাড়ায় পাড়ায় আশা ও অঙ্গনওয়ারী কর্মীরা এই টিকাকরণ কর্মসূচী দেবে। পোলিও-এর পরে বৃহৎ আকারে এই ধরনের ভ্যাক্সিনেশন ক্যাম্প আয়োজন করতে চলেছে জেলা স্বাস্থ্য দফতর বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, দক্ষিণ দিনাজপুর জেলা প্রতি বছর বহু মানুষ জাপানিজ এনসেফালাইটিসে আক্রান্ত হন। এই রোগে আক্রান্তদের মধ্যে প্রায় ৩০ শতাংশ মানুষের যেমন মৃত্যুর সম্ভবনা থাকে, তেমনি ৬০ শতাংশ মানুষের জীবনে নেমে আসে শারীরিক প্রতিবন্ধকতা। বেচে থাকলেও এই সব মানুষদের নানা রকম সমস্যা দেখা যায় বলে তিনি জানিয়েছেন। সুকুমার বাবু আরও জানান, একটিও মানুষ যাতে এই মারণ রোগের সংস্পর্শে না আসেন, সেই লক্ষ্যেই বিনামূল্যে এই টিকা করণ কর্মসূচীর উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর।
Auto Amazon Links: No products found.