জমিতে কাটা ধান আগুনে পুড়ে গেল


বৃহস্পতিবার,০৩/১২/২০১৫
553

পরিতোষ বর্মণঃ    জমিতে পরে থাকা খড় থেকে আগুন লেগে পুড়ে নষ্ট হয়ে গেল প্রায় ১২ বিঘের জমির ধান। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের জলঘর এলাকায়। ঘটনায় সর্বশান্ত আটটি কৃষক পরিবার।
ধান কাঁটার পরে জমিতে পরে থাকা খড় থেকে আগুন লেগে পুড়ে নষ্ট হয়ে গেল প্রায় ১২ বিঘের জমির ধান। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের জলঘর এলাকায়। ঘটনায় সর্বশান্ত আটটি কৃষক পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় এলাকাবাসি ও দকমল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে। মরশুমের ফসল বাড়িতে নিয়ে আসার আগেই জমিতে এইভাবে আচমকা আগুনে ফসল পুড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্থ কৃষকদের। সব জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় এখন সংসার চলবে কি করে এই দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার গুলি সরকারী সাহায্যের দাবী তুলেছেন। জানা গেছে, ওই এলাকার কালা পাল নামে এক কৃষকের জমিতে ধান কেটে নিয়ে যাওয়ার পরে, পরে থাকা খরে আজ সকালে আচমকাই আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পরে এলাকার কয়েক বিঘা ধানের জমিতে। ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগ জানিয়েছে ক্ষতিগ্রসস্থ কৃষকরা। খবর দেওয়া হয়েছে বালুরঘাট ব্লকেও।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট