Categories: জাতীয়

আবেদন খারিজ হয়ে গেল আমির খানের বিরুদ্ধে আনা মামলা

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা করার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ইন্দোরের একটি স্থানীয় আদালত আমির খানের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয়। দেশে  অসহিষ্ণুতা বেড়ে চলাকে কেন্দ্র করে আমির খানের এক বিবৃতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে হিন্দুত্ববাদী মহল থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দেয়া হয়। এরই অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের আবেদন দায়ের করা হয় দেশের বিভিন্ন আদালতে।

আইনজীবী আশোক সোহনি, অশোক ভার্গব এবং অন্যদের পক্ষ থেকে করা আবেদনের যুক্তিতে অসম্মতি জানিয়ে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) জিতেন্দ্র সিং কুশওয়াহ বলেছেন, আমিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারা মোতাবেক দেশদ্রোহের মামলা করার মতো যুক্তিসঙ্গত কোনো ভিত্তি নেই।

আবেদনকারী অশোক ভার্গব অবশ্য বলেছেন, তাদের অভিযোগ খারিজ হওয়ার সিদ্ধান্তকে রিভিউ আবেদন দাখিল করে আদালতে চ্যালেঞ্জ জানানো হবে।

আমির খানের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর আদালতে অভিযোগ করে বলা হয়, অসহিষ্ণুতা প্রসঙ্গে বিবৃতি দিয়ে আমির খান দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে মানুষের অনুভূতিকে উসকে দেয়ার চেষ্টা করেছেন এজন্য তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চালানো উচিত। এসিজেএম জিতেন্দ্র সিং কুশওয়াহ আবেদনটি গ্রহণ করে ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন এসিজেএম কুশওয়াহ।

প্রসঙ্গত, আমির খান অসহিষ্ণুতা প্রসঙ্গে দেশের জন্য অবমাননাকর বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করে ‘অখিল ভারতীয় হিন্দু মহাসভা’র পক্ষ থেকে তাকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেয়া হয়। সংগঠনটির কার্যকরী প্রেসিডেন্ট কমলেশ তিওয়ারির দাবি করেন, ‘মাতৃভূমিকে অপমানকারী’ আমির খান এবং শাহরুখ খানের মতো অভিনেতারা ‘দেশদ্রোহী’। এদের ভারত ত্যাগ করা উচিত।

সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে দেশে চলমান অসহিষ্ণুতা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন আমির খান। এ নিয়ে তিনি বা তার পরিবার কতটা উদ্বিগ্ন তা বোঝাতে স্ত্রী কিরণ রাওয়ের কথা তুলে ধরে তিনি বলেন, “কিরণের সঙ্গে যখন এই বিষয়ে কথা বলি তখন ও আমাকে বলে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে না তো? ও ওর বাচ্চার নিরাপত্তার জন্য ভীত। আমাদের আশেপাশের পরিবেশ কী হবে তা ভেবে ও ভয় পাচ্ছি।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: