সম্প্রীতি মিছিলে সামিল উত্তর দিনাজপুর জেলার বামপন্থী দলগুলি


রবিবার,০৬/১২/২০১৫
706

বিকাশ সাহাঃ    সাম্প্রদায়িক সম্প্রীতি, সংহতি ও ঐক্যের পক্ষে সম্প্রীতি মিছিলে সামিল উত্তর দিনাজপুর জেলার বামপন্থী দল সমুহ। জেলার রায়গঞ্জ, চোপড়া, ইটাহার, ইসলামপুর, ডালখোলা, হেমতাবাদে সম্প্রীতি মিছিলে হাঁটলেন বামপন্থী কর্মী সমর্থকেরা।
এদিন রবিবার রায়গঞ্জ শহরের পূর্তদপ্তরের সামনে থেকে সম্প্রীতি মিছিল শুরু হয়ে বিবেকানন্দ মোড়, এম জি রোড, এন এস রোড হয়ে শিলিগুড়ি মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে এসে মিছিল শেষ হয়। রায়গঞ্জের সম্প্রীতি মিছিলের পুরোভাগে ছিলেন সি পি আই এমের জেলা সম্পাদক অপূর্ব পাল, আর এস পি জেলা সম্পাদক পরমেশ্বর ভৌমিক, সি পি আই জেলা সম্পাদক সমর ভৌমিক, এস ইউ সি আই জেলা সম্পাদক দুলাল রাজবংশী সহ প্রমুখ। রায়গঞ্জ ছাড়াও বামফ্রন্টের পক্ষ থেকে চোপড়া ব্লকের হপতিয়াগছের ধুমডাঙ্গি এলাকায় সম্প্রীতি মিছিল , কালিয়াগঞ্জ ব্লকের থানার মাঠ থেকে সম্প্রীতি মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে , ইটাহার ব্লকের চৌরঙ্গী মোড় থেকে সম্প্রীতি মিছিল শুরু হয়ে থানার মাঠে এসে মিছিল শেষ হয়। ,DSCN8170

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট