বিকাশ সাহাঃ পাট চুরির অভিযোগে কালিয়াগঞ্জে ধৃত দুই যুবক। কালিয়াগঞ্জের ১৭ ওয়ার্ডের মাধবপুর এলাকার বাসিন্দা ধৃত দুই যুবকের নাম শিবু চৌহান(২৮) ও ছোট্টু রায়(২০)। পুলিশ সুত্রে জানাযায়, সোমবার রাতে মাধবপুর এলাকার এক পাট গোডাউনের সামনের বারান্দায় রাখা পাট চুরি করতে গিয়ে এই দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এরপরেই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেওয়ার পাশাপাশি আটক দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতদের এদিন মঙ্গলবার সকালে রায়গঞ্জ জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
পাট চুরির অভিযোগে কালিয়াগঞ্জে ধৃত দুই যুবক
মঙ্গলবার,০৮/১২/২০১৫
451

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: