পরিতোষ বর্মণঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার কামারপাড়া এলাকায় একটি পাট বোঝাই লরিতে আগুন লাগাই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুরে। এদিন কামারপাড়া হাটের ভেতরে আচমকা পাট বোঝাই লরিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টাও আগুন আয়ত্তে না আসায়, বালুরঘাট দমকল স্টেশন থেকে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মী ও স্থানীয় এলাকাবাসিদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে আসে। ততক্ষণে লরিতে থাকা বেশীর ভাগ পাট পুড়ে যায়। সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকার পাট পুড়ে গেছে বলে জানা গেছে।
আগুন লাগার কারণ হিসাবে জানা গিয়েছে, কামারপাড়া হাটের ভেতরে লরিটিতে পাট বোঝাই করছিল শ্রমিকরা। সেই সময় বিদ্যুৎএর তার ছিঁড়ে পাটের ওপর পড়ে। সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । তবে পরিস্থিতি এখন আয়ত্তে। ঘটনায় হতাহতের কোন খবর নেই।
বালুরঘাট থানা এলাকায় প্রায় ১২ লক্ষ টাকার পাট পুড়ে গেল
শুক্রবার,১১/১২/২০১৫
518

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: