১৯৭১ সালের শহিদ সেনাদের স্মৃতি চারণ


রবিবার,১৩/১২/২০১৫
665

পরিতোষ বর্মণঃ    আজ ১২ই ডিসেম্বর। আজকের দিনে ১৯৭১ সালে ভারত পাকিস্থান যুদ্ধে পাকিস্থান সেনার হাতে ৩০০ উপর ভারতীয় সেনা শহিদ হয়েছিল। সেই থেকে ১২৫ই ডিসেম্বর শহিদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় হিলির শহিদ বেদীতে। এদিন শহিদ বেদীতে মাল্যদান করে এদিনটি পালন করেন ভারতীয় সেনার মাউন্টটেন্ট ব্রিগেড। এদিন সকালে একটি বাইক র‍্যালি বের করা হয়। এর পর মাউন্টটেন্ট বিগ্রেডের কর্নেল ময়ুর শেকাস্কর শহিদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এছাড়াও এদিন শহিদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়ন ও ৭৫ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট, হিলির বিডিও সহ অন্যান্য বিশিষ্ট জন। স্মৃতি চারণ করা হয় সেদিনের ভারত-পাকিস্থান যুদ্ধে বিভিন্ন স্মৃতি।
উল্লেখ্য, ১৯৭১ সালে ভারত পাকিস্থান যুদ্ধে হিলি এলাকায় পাকিস্থান সেনার হাতে শহিদ হয়েছিল তিনশো’র উপর ভারতীয় সেনা। ভারতীয় সেনা বাহিনী একাত্তরের পাকিস্থান যুদ্ধের জয়লাভে পর ১২ ডিসেম্বর দিনটিকে শহিদ দিবস হিসেবে চিহ্নিত করে মাউন্টটেন্ট বিগ্রেড। তাই প্রতি বছরের ন্যয় এবছরও এই দিনটি শহিদ দিবসের মধ্যে দিয়ে পালিত হল ভারত-বাংলাদেশ সীমান্তের হিলিতে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট