ভারত – বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ পাঁচটি দেশীয় পিস্তল উদ্ধার করল


রবিবার,১৩/১২/২০১৫
456

পরিতোষ বর্মণঃ    দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ঘুসুরিয়া ভারত-বাংলাদেশ সীমান্তে ৭৫ নম্বর ব্যাটেলিয়নের বি এস এফ জওয়ানরা উদ্ধার করল পাঁচটি দেশীয় পিস্তল। বিএসএফ সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হিলির ঘুসুরিয়া সীমান্ত এলাকায় দুজন যুবককে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফের প্রহরায় থাকা জওয়ানরা। সে সময় ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য কাছে ডাকতেই একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। এরপরেই ওই ব্যাগ থেকে বিএসএফ উদ্ধার করে পাঁচটি দেশি পিস্তল। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান বিএসএফের। তবে আগ্নেয়াস্ত্রগুলি ফেলে যাওয়া ওই দুই যুবককে গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ। শনিবার উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি পাচারকারি ওই দুই যুবকের খোঁজে যৌথ তল্লাশি শুরু করেছে বিএসএফ ও হিলি থানার পুলিশ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট