শীতের উকি


সোমবার,১৪/১২/২০১৫
764

শীতের সূর্য উকি দিচ্ছে পূর্ব দিগন্তে। সাথে শিশির ভেজা ঘাসের ডগা,  যেন মুক্তার মেলা আর প্রকৃতির নির্যাসে আলতো কুয়াশায় জানান দিচ্ছে শীতের আমেজ।

ঋতুর পালা বদলের সাথে সাথে প্রকৃতি এখন সেজেছে নতুন সাজে।

আস্তে আস্তে কনকনে ঠান্ডা বাতাসে শীতের প্রকট বাড়ছে। কুয়াশার কারণে সকালে হেডলাইট জ্বালিয়ে গন্তব্যে রওনা হচ্ছে যানবাহন।

সবমিলে ধীরে ধীরে শীত জেগে বসতে শুরু করেছে রাজ্যতে। শীতে শ্রমজীবী আর ছিন্নমূল মানুষের উপার্জন কমে যাওয়ায় কষ্টের মাত্রা বেড়েছে।

রাস্তা বা ফুটপাতে খেটে খাওয়া সকল ছিন্নমূল মানুষের পর্যাপ্ত শীতের পোশাক না থাকায় স্টেশন বা বাস টার্মিনালে শুয়ে থাকতে হচ্ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট