পরিতোষ বর্মণঃ গত বুধবার রাতে তপন থানার বালাপুরের মালিডাঙ্গা এলাকায় মদ্যপ অবস্থায় অনিল মালো নামে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ওই ব্যক্তি বালুরঘাট জেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় অনিল মালো। গুরুতর আহত অবস্থায় লাবানু বর্মণ ও স্থানীয় প্রতিবেশীরা তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তার চিকিৎসা চলছে। পরিবার ও পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের কারণে হয়তো সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
নিজের গায়ে আগুন দিয়ে আত্নহত্যার চেষ্টা
বৃহস্পতিবার,১৭/১২/২০১৫
571