খবরইন্ডিয়াঅনলাইনঃ এক যুগ ধরেই ইংল্যান্ড আর স্পেনে বসবাস করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু অবাক হতে পারেন অনেকেই যে, সিআর সেভেনের পছন্দের শহর কিন্তু এখানে নেই। বৃহস্পতিবার স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারেই রোনালদো জানালেন তার পছন্দের শহর প্যারিস। তাহলে কী ভাবছেন প্যারিস সেইন্ট জার্মেইতে যাওয়ার গুঞ্জনটাকেই বাস্তবে পরিণত করতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার? তাদেরকেও সুস্পষ্ট করে দিয়েছেন সিআর সেভেন, ‘কিন্তু, তাই বলে কেউ যেন ভেবে না বসেন যে আমি পিএসজিতে যাচ্ছি।’ রোনালদো সবসময়ই নিজের ব্র্যান্ডে বিশ্বাসী। এখানেও জানালেন তা। সেইসঙ্গে বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেওয়ার কৌশলও বললেন ফিফার বর্ষসেরা এই তারকা, খুব বেশি হলে আর পাঁচ কিংবা সাত বছর এই ফর্ম থাকবে। তাই এই সময়ের মধ্যেই যতটা সম্ভব ব্যান্ডকে আলোয় আনতে চাই।
ক্রিশ্চিয়ানো রোনালদো মুগ্ধ প্যারিস দেখে
শুক্রবার,১৮/১২/২০১৫
446

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: