বিকাশ সাহাঃ ক্লিন পুলিশ স্টেশন হিসেবে ২০১৫ সালের প্রথম পুরষ্কার পেল কালিয়াগঞ্জ থানা। রায়গঞ্জের কর্ণজোড়া পুলিশ লাইনে শুক্রবার শুরু হওয়া উত্তর দিনাজপুর জেলা পুলিশের দু দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে অর্থাৎ শনিবার দিন ক্লিন পুলিশ স্টেশন হিসেবে প্রথম পুরষ্কার তুলে দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসারের হাতে। প্রথম পুরষ্কার হিসেবে একটি রানিং ট্রফি ও নগত ৬ হাজার টাকা দেওয়া হয়। দ্বিতীয় হয়েছে চোপড়া থানা ও তৃতীয় হয়েছে করনদিঘী থানা। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা রেঞ্জের ডিআইজি সত্যজিৎ বন্ধোপাধ্যায়, জেলা শাসক রণধীর কুমার, জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
ক্লিন পুলিশ স্টেশন হিসেবে প্রথম পুরষ্কার পেয়ে কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধোপাধ্যায় জানান, ক্লিন পুলিশ স্টেশন ২০১৫ সালের প্রথম পুরষ্কার পাওয়ার ক্ষেত্রে পুলিশ কর্মী, অফিসার সহ কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতির বিশেষ ভুমিকা রয়েছে। এটি আমাদের সকলের দীর্ঘদিনের পরিশ্রমের ফল।
প্রথম পুরষ্কার পাওয়ার খবর পেয়ে এদিন রবিবার কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা , স্বপন সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা থানায় আসেন। ক্লিন পুলিশ স্টেশন ২০১৫ সালের প্রথম পুরষ্কার পাওয়ায় উচ্ছ্বসিত কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মী, অফিসার সহ কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সদস্যরা।
ক্লিন পুলিশ স্টেশন হিসেবে ২০১৫ সালের প্রথম পুরষ্কার পেল কালিয়াগঞ্জ থানা
রবিবার,২০/১২/২০১৫
444

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: