বিকাশ সাহাঃ বিজেপির আইনঅমান্য কর্মসূচীকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের ভবন চত্বর। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী এদিন সোমবার দুপুর দেরটা নাগাত রাজ্য বিজেপি নেতা রীতেশ তেওয়ারী ও বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরীর নেতৃত্বে মিছিল করে জেলা শাসকের দপ্তরে ঢুকতে গেলে জেলা শাসকের ভবন চত্বরের বাইরেই ব্যারিকেট করে হাজারো বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেট ভেঙ্গে জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে যেতে গিয়ে ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আবার পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শেষে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় কাঁদানো গ্যাসের সেল ফাটানো হয়। সেই সঙ্গে রাবার বুলেট ও জল কামান চালায় পুলিশ। এই ঘটনার জেরে আহত হন বিজেপির বেশকয়েকজন কর্মী সমর্থক। ইটের ঘায়ে আহত হন চিত্র সাংবাদিক নান্টু দে ও রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী।
রায়গঞ্জ -এ পুলিশ ও বিজেপি’র সংঘর্ষ
সোমবার,২১/১২/২০১৫
560

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: