শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১২৮ তম জন্ম মহোৎসব কালিয়াগঞ্জে


মঙ্গলবার,২২/১২/২০১৫
1046

 বিকাশ সাহাঃ   শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১২৮ তম জন্ম মহোৎসব ও কালিয়াগঞ্জের সৎসঙ্গ মন্দিরের শুভ উদ্বোধনের প্রথম বর্ষ উপলক্ষে এদিন সোমবার মন্দির প্রাঙ্গনে বসে মিলন মেলা। সকাল থেকে রাত পর্যন্ত কালিয়াগঞ্জের শান্তিকলোনিতে অবস্থিত সৎসঙ্গ মন্দিরে হাজারো মানুষের আনাগোনাতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। এদিন সোমবার ভোরে নহবৎ ও নগর পরিক্রমার মধ্যদিয়ে শুরু হয় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১২৮ তম জন্ম মহোৎসবের আয়োজন। এরপর গোটা দিনভর চলে প্রার্থনা, মাতৃ সম্মেলন, ছাত্র যুব উৎসব ও প্রসাদ বিতরণ। সন্ধ্যায় সাধারণ সভা ও সব শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে দিনভর সৎনামে দীক্ষিত হন শতাধিক মানুষ। আগামী ২১শে মার্চ সোমবার সকালে মন্দির প্রাঙ্গনে এক বৃহৎ দীক্ষানুষ্টানের আয়োজন করা হবে। সেই দীক্ষানুষ্টানের সৎনাম প্রদান করবেন শ্রী শ্রী অনুকুল ঠাকুরের বংশধর।
শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১২৮ তম জন্ম মহোৎসব ও কালিয়াগঞ্জের সৎসঙ্গ মন্দিরের শুভ উদ্বোধনের প্রথম বর্ষ উপলক্ষে সুদূর দেওঘর থেকে এসেছেন ঠাকুরের সহ প্রতিঋত্বিক সাধন মণ্ডল ও বিমলেন্দু রায়। DSCN8170

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট