Categories: রাজ্য

সদ্যজাতের পরিবারকে হুমকি দিলেন কালিয়াগঞ্জ পৌরসভার কংগ্রেস কাউন্সিলারের পুত্র

 বিকাশ সাহাঃ   সদ্যজাত শিশু বদলের অভিযোগ করায় মা ও সদ্যজাত সন্তানকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার হুমকি দিলেন কালিয়াগঞ্জ পৌরসভার কংগ্রেস কাউন্সিলারের পুত্র গৌতম বর্মণ। কালিয়াগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার গদাধর বর্মণের ছেলে গৌতম বর্মণের হুমকি ও হাসপাতাল চত্বরে দালাল চক্রের রোষানলে পড়ে সদ্যজাত শিশু বদলের অভিযোগ থেকে সরে আসলেন হেমতাবাদের এক দরিদ্র পরিবার।
এদিন বুধবার ভোররাতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে একটি সন্তানের জন্ম দেন হেমতাবাদ পঞ্চায়েতের হরিনারায়ণপুরের বাসিন্দা শুকতারা বেগম। হাসপাতালে কর্তব্যরত আয়াদের মুখে সন্তান প্রসবের খবর পেয়ে শুকতারার সন্তানকে দেখতে যান তাঁর মামী জিন্নাতুন বেওয়া। আলাদা ঘরে রাখা পুত্র সন্তানকে প্রায় আধা ঘণ্টা নেড়েচেড়ে দেখে আদরও করেন জিন্নাতুন বেওয়া। এরপরেই হাসপাতাল কর্তীপক্ষ জানান এই পুত্র সন্তান শুকতারার নয়। পাশের ঘরের কন্যা সন্তান শুকতারার কন্যা। এই খবর হাসপাতালের বাইরে জানাজানি হতেই উত্তেজিত হয়ে পড়েন শুকতারার পড়িবার। হাসপাতালের ভিতরে ঢুকে শিশু বদলের অভিযোগ আনতেই হাসপাতালের নার্স সহ কাউন্সিলারের ছেলে গৌতম বর্মণ ও হাসপাতাল চত্বরের দালাল চক্ররের রোষানলে পড়েন সেই পড়িবার।
শিশু বদলের অভিযোগের কথা সাংবাদিকদের বলতে গেলে সাংবাদিকদের সামনেই মা ও সদ্যজাত সন্তানকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করার হুমকি দেন কাউন্সিলারের পুত্র গৌতম বর্মণ। অপরদিকে সাংবাদিকদের সামনেই শুকতারার বাবা জাবেদ আলিকে ধমক দিয়ে সাংবাদিকদের সামনে থেকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করা হয়। যাতে সে যেন সাংবাদিকদের সামনে মুখ না খোলেন। বেশ কিছুক্ষন ধরে হাসপাতালের নার্স, কাউন্সিলারের ছেলে ও বহিরাগত দালাল চক্রের রোষানলের মুখে পড়ে অবশেষে শিশু বদলের অভিযোগ থেকে সড়ে আসেন শুকতারার পড়িবার। এরপরেই সাংবাদিকদের সামনে মুখ না খোলার কথা পড়িবারের একে অপরকে বলতে থাকেন। এমনকি খবরটি প্রকাশিত না করার অনুরোধ জানানো হয় শুকতারার পড়িবারের তরফে। পাছে সত্যি সত্যিই শিলিগুড়ি মেডিক্যাল কলেজে মা ও সদ্যজাতকে রেফার করে দিলে শারীরিক, আর্থিক ও মানসিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন সদ্যজাতের দরিদ্র পড়িবার। হাসপাতালে বহিরাগতদের দাপাদাপি দেখে স্তম্ভিত হয়ে যান অন্যান্য রোগীর আত্মীয়রা। হাসপাতালের নার্সদের খারাপ ব্যবহার ও হাসপাতালে বহিরাগতদের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলেন অন্যান্য রোগীর আত্মীয়রা।
কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার প্রকাশ রায় জানান, আমার কাছে মৌখিক বা লিখিত কোণও অভিযোগ আসেনি। শুকতারার সন্তান জন্মানোর আগেই অন্য একটি পেসেন্টের পুত্র সন্তানের জন্ম হয় হাসপাতালে। সেই খবর বাইরে শুকতারার পড়িবার জানতে পেরে তাঁরা ভেবেছিলেন শুকতারা ই পুত্র সন্তান হয়েছে। আসলে শুকতারা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বহিরাগতদের হাসপাতাল চত্বরে ঢুকে হুমকির প্রসঙ্গে প্রকাশ বাবু বলেন, এটা মোটেও ঠিক হয়নি। ব্যাপারটা খোঁজ খবর নিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

2 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

2 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

2 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

2 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

2 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: