২৫শে ডিসেম্বর বড় দিনের উৎসবে মাতলো উত্তর দিনাজপুর জেলা


শুক্রবার,২৫/১২/২০১৫
872

 বিকাশ সাহাঃ   রায়গঞ্জের ছটপরুয়া মহা গির্জা সহ কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত চারটি চার্চে এদিন ২৫শে ডিসেম্বর বড় দিনের সকাল থেকেই যীশুর প্রার্থনায় মাতলো খ্রিষ্টান ধর্মালম্বীর মানুষ সহ অন্যান্য ধর্মালম্বীর বহু মানুষ। সেই সঙ্গে যীশুর জীবনকাহিনী আলোচনা করা হয় চার্চ গুলিতে। এই সকল চার্চের আশেপাশের মানুষরা গোটা দিন ধরে চার্চে এসে প্রার্থনা করে যাচ্ছেন। সেই সঙ্গে চার্চের তরফে আগত ভক্তপ্রান মানুষের হাতে বিনামুল্যে যীশুর জীবন কাহিনী সহ বিভিন্ন লিপলেট ও ছোট ছোট বই তুলে দিচ্ছেন প্রার্থনা করতে আসা ভক্তপ্রান মানুষের হাতে। কেউ কেউ চার্চ চত্বরে বসে নিরিবিলিতে বইগুলি গভীর মনোযোগ দিয়ে পড়ছেন।
জেলার বিভিন্ন গির্জা সহ রায়গঞ্জের ছটপরুয়া মহা গির্জা, কালিয়াগঞ্জের মোস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরুষ ও মহিলা রোমান ক্যাথলিক চার্চ, কুনোরের অল ইন্ডিয়া মিশনারী চার্চ ও ধনকৈলের নশিরহাটের বেথানি ব্যাপটিস্ট মিশনারী চার্চে গোটা দিন ধরে প্রার্থনার সাথে সাথে এদিন সন্ধ্যায় মোমবাতি ও ধুপকাঠি জ্বালিয়ে বিভিন্ন ধর্মালম্বীর মানুষেরা দীর্ঘক্ষণ ধরে যীশুর কাছে প্রার্থনা করেন।DSCN8170

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট