বর্ষসেরা মেসি গার্ডিয়ানের চোখে


রবিবার,২৭/১২/২০১৫
655

খবরইন্ডিয়াঅনলাইনঃ     লিওনেল মেসির  যুক্ত হল আরো একটি পালক। যুক্তরাজ্যের প্রভাবশালী ইংরেজি দৈনিক গার্ডিয়ানের জরিপে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

বার্সেলোনাকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে-র ট্রেবল জেতানোর পাশাপাশি আর্জেন্টিনাকেও নিয়ে গিয়েছিলেন কোপা আমেরিকার ফাইনালে। স্বভাবতই আর কোনো খেলোয়াড় তার ধারে-কাছে নেই। এই বছর ইতোমধ্যে মেসি জিতেছেন, ইউরোপিয়ান সেরা ফুটবলার ও লা লিগার সেরা ফুটবলারের পুরস্কার। আর সেই সঙ্গে প্রভাবশালী গার্ডিয়ান পত্রিকার জরিপেও জিতলেন সেরা ফুটবলারের পুরস্কার।

৪৯টি দেশ থেকে গার্ডিয়ানের ১২৩ জন বিশেষজ্ঞ বছরের সেরা ১০০ ফুটবলার নির্বাচিত করে। মেসি ৪৮৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অর্জন করেন, ১২৩ জন বিশেষজ্ঞর ৯১ জনই মেসিকে বছরের সেরা খেলোয়াড় হিসেবে মেনে নিয়েছেন। ৪৬২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাত্র ৮ জন বিশেষজ্ঞ তাকে বছরের সেরা ফুটবলার হিসেবে রায় দিয়েছে। রোনালদোর ঠিক পরেই রয়েছেন মেসির দুই সতীর্থ সুয়ারেজ ও নেইমার।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট