Categories: বিনোদন

২০ ভালো গান বলিউডে

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ছবিতে গানই আসল কথা, এ কথা বললে তো আর ভুল হয় না। আর গান শুধু শুনতে নয়, দেখতেও কেমন সেটাও হিসাব না করলে চলে না। ফিল্মফেয়ারের বিবেচনায় এ বছরের সেরা ২০ গানের সন্ধান দিতেই এ আয়োজন।

চিটিয়া কালাইয়া (রয়)
ছবি একেবারেই ফ্লপ, তবে পারফরম্যান্স দিয়ে এই গানের মাধ্যমে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে পেরেছেন জ্যাকলিন ফার্নান্দেজ।

সুরজ ডুবা হ্যায় ইয়ারো (রয়)
একই ছবি থেকে দ্বিতীয় গান হিসেবে এটি স্থান করে নিয়েছে তালিকায়। পার্টি জমিয়ে দেওয়ার জন্য এ বছরের সেরা একটি গান।

জিনা জিনা (বদলাপুর)
বছরসেরা ক্রাইম থ্রিলার হিসেবে যেমন এগিয়ে, তেমনি শ্রুতিমধুর গানের জন্যও বাহবা পেয়েছে ‘বদলাপুর’। আতিফ আসলামের এই গান বেশ জনপ্রিয় হয়েছে।

মোহ মোহ কে দাগে (দম লাগাকে হাইসা)
আয়ুষ্মান-ভূমির দারুণ অভিনয় কেবল নয়, এই ছবির গানগুলোও নব্বই দশকের সেই আমেজ দিতে পেরেছে বহু শ্রোতা-দর্শককে।

মোহাব্বত বুরি বেমারি (বম্বে ভেলভেট)
বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ ছবি হলেও এই গান বেশ মনে ধরেছে দর্শকের।

বান্নো (তনু ওয়েডস মনু রিটার্নস)
ছবি যেমন হিট, তেমনি গানেও। কঙ্গনা একাই একশ বটে!

বেজুবাঁ (পিকু)
বহুল প্রশংসিত এই ছবি যেমন ছিমছাম, তেমনি সাধারণ এই গানও স্থান পেয়েছে এ তালিকায়।

গালা গুরিয়াঁ (দিল ধাড়াকনে দো)
ছবি মোটামুটি ব্যবসাসফল, তবে গানটি বেশ হিট।

হামারি আধুরি কাহানি (হামারি আধুরি কাহানি)
বহুল প্রত্যাশিত এই ছবি ব্যবসাসফল না হলেও গানগুলো হতাশ করেনি দর্শক-শ্রোতাদের।

সুন সাথিয়া (এবিসিডি ২)
এই ছবি গানেরই ছবি। সঙ্গে এই ট্র্যাকটিও মন মাতিয়েছে সবার।

সেলফি লে লে (বজরঙ্গি ভাইজান)

হিট ছবির হিট গান, এ বছর বলিউডের সফলতম নায়ক সালমান!

মেরা নাম মেরি (ব্রাদার্স)
আইটেম নাম্বারে এখনো ধারালো তিনি, কারিনা প্রমাণ দেখিয়েছেন এই গানে।

আফগান জালেবি (ফ্যান্টম)
ক্যাটরিনার সঙ্গে এই গানের বড় চমক ছিলেন ‘ফেম গুরুকুল’ সেরা কাজী তৌকির।

ম্যায় হুঁ তেরা হিরো (হিরো)
এ গান আলোচিত, কারণ গায়কের নাম সালমান খান!

গুলাবোঁ (শানদার)
জমজমাট গানটি দারুণ পারফরম্যান্স আর আলিয়ার বিচিত্র সাজের জন্য বেশ জনপ্রিয় হয়েছে।

প্রেম রতন ধান পায়ো (প্রেম রতন ধান পায়ো)
সুরজ বরজাতিয়ার এই বিশাল ফ্যামিলি ড্রামার শীর্ষসংগীত ছিল এটি।

মটারগাশতি (তামাশা)
দীপিকা-রণবীরের রসায়ন ছাপিয়ে মোহিত চৌহান বাজিমাত করেছেন তাঁর দারুণ গায়কিতে।

আগার তুম সাথ হো (তামাশা)
দীপিকা-রণবীর, সঙ্গে অরিজিৎ সিং ও অলকা ইয়াগনিকের মনোমুগ্ধকর কণ্ঠস্বর।

দিওয়ানি মাস্তানি (বাজিরাও মাস্তানি)
দীপিকার অসামান্য উপস্থিতি, শ্রেয়া ঘোষালের জাদুকরি কণ্ঠস্বর এবং বনসালির ট্রেডমার্ক সেট—সেরা হতে আর কী লাগে!

গেরুয়া (দিলওয়ালে)
কাজল-শাহরুখ জুটি এখনো সেরা, সেই পুরোনো সময়ের মতো এখনো জৌলুস কমেনি তাঁদের। চার বাঙালির আয়োজনে গড়া এই গান সব মিলিয়ে বিস্ময়কর জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে।

 

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

1 day ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

1 day ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

1 day ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

1 day ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

1 day ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: