ম্যানচেস্টার – চেলসি খেলা গোলশূন্য


মঙ্গলবার,২৯/১২/২০১৫
569

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে চাপে থাকা চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড গতকাল গোলশূন্য ড্র করেছে।  এই ম্যাচের আগে সাত ম্যাচ জয়হীন ছিল ইউনাইটেড। শেষ ম্যাচে স্টোক সিটির কাছে ২-০ ব্যবধানের হারে কোচ ফন গালের ওপর চাপটা আরও বাড়ে। ওই ম্যাচে ওয়েন রুনিকে বসিয়ে রেখে সমালোচনার শিকার হন তিনি।

অন্যদিকে বরখাস্ত হওয়া মরিনহোর জায়গায় চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়া হিডিংক এখনও জয়ের দেখা পেলেন না। আগের ম্যাচে ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তার দল।

আবার পয়েন্ট হারানোয় দুই দলের উপরই চাপ আরও বাড়বে।

এই ড্রয়ে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। ২০ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে চেলসি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট