কালিয়াগঞ্জ শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে একটি পূর্ণ বয়সী বানর


মঙ্গলবার,২৯/১২/২০১৫
528

বিকাশ সাহাঃ    কালিয়াগঞ্জ শহর জুরে দাপিয়ে বেরোচ্ছে একটি পূর্ণ বয়সী বানর। বাড়ির ছাদ সহ কখনও এই চালে তো কখনও ঐ চালে দাপিয়ে বেড়ানো বানরটিকে দেখতে ভিড় জমাচ্ছেন পাড়ার আবাল বৃদ্ধ বনিতা। কেউ কেউ বাড়ি থেকে ফল, রুটি, বিস্কুট সহ মুখরোচক খাবার ছুড়ে দিচ্ছেন বানরের উদ্দেশ্যে। কেউ বা আবার বানরটিকে ক্যামেরা বন্দি করতে ব্যাস্ত হয়ে পড়েছেন। এদিন মঙ্গলবার এমনই দৃশ্য দেখা গেল কালিয়াগঞ্জের স্কুল পাড়াতে। শীতের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে পাড়ার মহিলা, পুরুষরা রোদ্রের উত্তাপ গায়ে মাখছিল এদিন দুপুর থেকেই। সেই সময়ই এই পূর্ণবয়স্ক বানরের আবির্ভাব ঘটায় শোরগোল পরে যায় এই এলাকায়। বানরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া ফল, রুটি, বিস্কুট দিব্যি হাতে তুলে নিয়ে খেতে দেখা যায় বানরটিকে। এত লোকের উপস্থিতিতে কোণও হেলদোল নেই বানরের। এদেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে এই পাড়ারই বাসিন্দা এই বানরটি। নেই কোণও রাগ। দেখে মনে হল কারও উপর চড়াও হওয়ার মত কোণও পরিকল্পনাও ছিল না বানরটির। দিব্যি এতোগুলো মানুষের সামনেই ছুড়ে দেওয়া সমস্ত খাবার খেয়ে ঘণ্টা খানিক পরে উধাও হয়ে গেল হটাত আসা এই প্রাণীটি।
স্কুল পাড়ার বাসিন্দা প্রবীর ব্রহ্ম জানান, বানরটিকে দেখে সবাই বাড়ি থেকে খাবার এনে ছুড়ে দিতেই মুখে পুরে দিচ্ছে বানরটি। অনেক ছোট ছোট শিশুরা টিভিতে বানর দেখেছে। কিন্তু আজ আমাদের পাড়ায় আসা বানরকে দেখে আনন্দে আলহাদিত হয়ে ওঠে শিশুরা। বানরটিকে দেখতে উৎসাহ দেখা যায় উপস্থিত পুরুষ ও মহিলাদের মধ্যেও।DSCN8170

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট