অভিনেতা আমির খান ও আনুষ্কা শর্মা নিরামিষাশী -এর শীর্ষে


বুধবার,৩০/১২/২০১৫
697

খবরইন্ডিয়াঅনলাইনঃ   অভিনেতা  আমির খান ও আনুষ্কা শর্মা বলিউডের জনপ্রিয় তারকা। দুজনেই নিরামিষ ভোজী। এ জুটি চলতি বছর নির্বাচিত হয়েছেন নিরামিষাশী আবেদনময়ী তারকা হিসেবে।বলিউডের এই তারকারা পেটা আয়োজিত এক জরিপের শীর্ষ স্থানে রয়েছেন। পেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আমির ও আনুষ্কা দুজনেই নিরামিষাশী এবং সুস্বাস্থ্যের নিখুঁত দৃষ্টান্ত। লাখ লাখ অনুরাগীরাও তাদের দেখে অনুপ্রেরণা পায় নিরামিষাশী হওয়ার।

বিগ বি অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, শাহিদ কাপুর, আর মাধবন, ধানুশকে পেছন ফেলে আমির-আনুষ্কা জিতে নিয়েছেন এ খেতাব। সুস্থ্য থাকতে আমির খান বেছে নিয়েছেন নিরামিষ আহার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট