খবরইন্ডিয়াঅনলাইনঃ পাকিস্তানের সংগীত শিল্পী আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেয়া হল। নাগরিকত্ব চেয়ে সামির এই আবেদনে সাড়া দিয়েছে সরকার। ফলে নতুন বছরের প্রথম দিন থেকে ভারতীয় নাগরিক হচ্ছেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
কয়েক বছর ধরেই ভারতে রয়েছেন আদনান। গত ৬ অক্টোবর তার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। ২৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে মানবিকতার কারণে ভারতীয় নাগরিকত্ব মঞ্জুরের আবেদন জানান আদনান।
পাকিস্তানের লাহোরে এই সংগীত শিল্পীর জন্ম। ২০১০ সালের ২৭ মে তাকে পাসপোর্ট দিয়েছিল পাক কর্তৃপক্ষ। কিন্তু চলতি বছরের ২৬ মে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর পাক সরকার তার পাসপোর্ট নবীকরণ সাড়া দেয়নি। এ জন্য মানবিকতার কারণ দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন আদনান।