রাজনাথ সিং জানালেন, উপযুক্ত জবাব দেব


শনিবার,০২/০১/২০১৬
404

  খবরইন্ডিয়াঅনলাইনঃ   জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন  স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আজ শনিবার ভোরে পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর এ মন্তব্য করেন তিনি।

হামলার মোকাবেলায় সেনা বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী যেভাবে জঙ্গি হামলার উপযুক্ত জবাব দিয়েছে তাতে আমি গর্ব বোধ করছি। সামরিকবাহিনী, আধাসামরিকবাহিনী এবং পাঞ্জাব পুলিশের সমন্বিত প্রচেষ্টা ছিল।

পাশাপাশি পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেন, “ভারত শান্তি চায়। কিন্তু যেকোনো সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে।’’

লাহোরে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কয়েকদিন পরেই এ ঘটনা ঘটলো। এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

এর জবাবে রাজনাথ সিং বলেন, “পাকিস্তান আমাদের প্রতিবেশী। আমরা শান্তি চাই এবং অন্যান্য প্রতিবেশী দেশের মত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাই। কিন্তু যে কোনো ধরণের হামলার জবাব দেয়া হবে।’’

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট