ফুটবলার নেইমারের সাথে বর্ণবাদী ব্যবহার করার অভিযোগ উঠল

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   বর্ণবাদ পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ইউরোপের দেশগুলোতে এই প্রচলন প্রকট। ইউরোপে লাতিন ফুটবলারদের প্রতি বর্ণবাদী আচরণ  খুব নিয়মিত ঘটনা। আফ্রিকান, লাতিন ফুটবলার এমনকি ইউরোপের ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও বর্ণবাদী আচরণ করে থাকে ইউরোপের দর্শকরা। পূর্ব ইউরোপের দেশগুলোতে এটা খুব প্রকট আকারে থাকলেও, পশ্চিম ইউরোপ তুলনামূলক কম।

এই বার নেইমারকে বার্সেলোনা ডার্বিতে এস্পনিওলের মাঠে শনিবার রাতে মাঠে নামে বার্সেলোনা। ওখানেই এস্পানিওল সমর্থকরা নেইমারকে উদ্দেশ্য করে বানরের মতো আচরণ করে। যা ফুটবলে ঘৃণিত বর্ণবাদী আচরণের সামিল বলে গণ্য করা হয়।

এ বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিংবা লা লিগা কমিটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বার্সা মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা দাবি করেছেন, ম্যাচের প্রথমার্ধে, মাঠের একটা নির্দিষ্ট কোণ থেকে, একজন দর্শক নেইমারকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল।  ম্যাচের প্রথমার্ধে নেইমার বল নিয়ে আক্রমণে যাওয়ার সময় স্বাগতিক সমর্থকেরা ব্রাজিল ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে বানরের মতো আওয়াজ করে।

এর আগেও একবার এমন আচরণের শিকার হয়েছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। তাকে উদ্দেশ্য করে তো কলাও ছুড়ে মারা হয়েছিল। আলভেজ সেই কলা কুড়িয়ে নিয়ে খেয়ে ফেলে নীরব প্রতিবাদ করেছিলেন। বর্ণবাদী আচরণের ব্যাপকতার কারণে ফিফা ফেয়ার প্লের উদ্দেশ্যে সব সময়ই ‘বর্ণবাদকে না বলুন’ এই স্লোগান মনে করিয়ে দেয়।

ম্যাচ শেষে বার্সা কোচ লুইস এনরিকে এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, ‘খেলার বাইরে কোনো কিছু নিয়ে আমি মন্তব্য করতে চাই না। যদি কথা বলি, তাহলে আমি সমালোচিত হবো। যদি নাও বলি, তারপরও আমার সমালোচনা হবে।’ ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করিয়ে দিলেন, এক-দুজনের কারণে বাকি সমর্থকদেরও এমন বদনাম সহ্য করতে হয়, ‘এমন কিছু হয়ে থাকলে অবশ্যই তাদের শাস্তি দিতে হবে। সব এস্পানিওল সমর্থকই দোষী নয়। তবে যারা করেছে, তাদের এক এক করে খুঁজে বের করতে হবে।’

নেইমারের পাশাপাশি এস্পানিওল সমর্থকেরা ম্যাচজুড়ে উত্ত্যক্ত করে গেছেন লিওনেল মেসিকেও। স্প্যানিশ আদালতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিরুদ্ধে চলা কর ফাঁকির মামলার দিকে ইঙ্গিত করে দর্শকরা।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

4 hours ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

4 hours ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

4 hours ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

4 hours ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

4 hours ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

4 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: