ফেসবুক চালু করেছে ভূমিকম্পের জন্য সেফটি চেক টুল


সোমবার,০৪/০১/২০১৬
468

খবরইন্ডিয়াঅনলাইনঃ    সোমবার ভোরে  ভারত , বাংলাদেশ ও মিয়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সহানুভূতি প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি তার ভেরিফায়েড পেইজে সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে একটি স্ট্যাটাস দিয়েছেন।
জাকারবার্গ লিখেছেন, ‘একটি ভয়াবহ ভূমিকম্প উত্তর পূর্ব ভারতে আঘাত হেনেছে। এজন্য আমরা সেখানে সেফটি চেক অপশন চালু করেছি। যাতে মানুষ তাদের পরিবার এবং বন্ধুদের জানাতে পারে যে তারা নিরাপদ আছেন।’
জাকারবার্গ তার স্ট্যাটাসে বাংলাদেশের কথাও উল্লেখ করে লিখেছেন, ‘ভূকম্পনটি ভারত,  বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালেও আঘাত হেনেছে। আপনি যদি এর কাছাকাছি কোন এলাকায় থাকেন, আমরা আপনাকে একটি নটিফিকেশন বার্তা পাঠাবো যা দিয়ে আপনি সেফটি চেক শেয়ার করতে পারবেন। আপনি নিরাপদ আছেন জানার সাথে সাথে আপনি যাদের নিয়ে চিন্তা করেন তারাও নিরাপদ আছে তাও জানতে পারবেন এই অপশনে ।
আক্রান্ত এলাকার লোকদের প্রতি সহানুভূতিশীল জানিয়ে জাকারবার্গ লিখেছেন, ‘আমি আশা করি আপনি এবং আপনার প্রিয় মানুষেরা নিরাপদে এবং সুস্থ থাকুক।’
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট