কালিয়াগঞ্জ থানায় সারপ্রাইজ ভিজিটে এলেন পুলিশ সুপার


বুধবার,০৬/০১/২০১৬
749

বিকাশ সাহাঃ    কালিয়াগঞ্জ থানায় সারপ্রাইজ ভিজিটে এলেন উত্তর দিনাজপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর। এদিন বুধবার সন্ধ্যে সাড়ে ৫ টা নাগাত কালিয়াগঞ্জ থানায় আসেন তিনি। কালিয়াগঞ্জ থানার সুন্দরযায়ন বৃদ্ধিতে থানার অফিস বিল্ডিং-এর সামনে বসানো একুরিয়াম উদ্বোধন করেন পুলিশ সুপার। এরপরেই কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি।   DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট