দুই দিনাজপুর জেলায় তৃণমূল নেতাদের সাথে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়


শুক্রবার,০৮/০১/২০১৬
596

পরিতোষ বর্মণঃ    আসন্ন বিধানসভা ভোটের আগে দলের গোষ্ঠী কোন্দল মেটাতে দুই দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে বিশেষ সভা করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাট্টার্জী, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জী ও তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় নেতা সুব্রত বক্সী। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বালুরঘাটের উৎসব ভবনে বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও সংগঠনকে শক্তিশালী করতে ও গোষ্ঠী কোন্দল মেটাতেই এই বিশেষ বৈঠকের আয়োজন বলে দলীয় সূত্রে খবর।

এই দিনের সভা থেকে দক্ষিণ দিনাজপুরের বহিষ্কৃত তৃণমূল নেতা শুভাশিস পাল ও উত্তর দিনাজপুরে বহিষ্কৃত তৃণমূল নেতা সাহিন আক্তারকে ফের দলে কাজ করার অনুমতি দেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাট্টার্জী। দলে ফেরালেও এখন পর্যন্ত তাদের দেওয়া হয়নি কোণ পদ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চ্যাট্টার্জী বলেন, আসন্ন বিধানসভাকে সামনে রেখে জেলার জনপ্রতিনিধিদের কি কি করতে হবে তা আলোচনা করা হয়। এছাড়াও তিনি বলেন, বিগত দিনে যারা তৃণমূলের সঙ্গে ছিল তাদের সংরক্ষিত করতে হবে। আর যারা তৃণমূলের সঙ্গে ছিলেন না তাদের কাছে যেতে হবে বেশী করে, তাদেরকে বোঝাতে হবে তারা যেন মমতা ব্যানার্জীর উন্নয়নের কর্মকান্ডে সামিল হয়। গোষ্ঠী কোন্দল বিষয়ে পার্থ চ্যাট্টার্জী বলেন, গোষ্ঠী কোন্দল বলে দলে কিছু নেই। সংবাদ মাধ্যম ছোট ঘটনা গুলিকে বড় করে দেখানো হচ্ছে।Paritosh Barman_photo

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট