আফগানিস্তানে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৪০ জন তালিবান নিহত


শনিবার,০৯/০১/২০১৬
685

খবরইন্ডিয়াঅনলাইনঃ     সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে দেশটিতে প্রায় ১৪০ তালিবান  নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা সূত্রগুলো এ খবর দিয়েছে।

আফগানিস্তানের প্রাদেশিক পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল রহমান সারজাং বলেছেন, হেলমান্দ প্রদেশের মারজাহ জেলায় ১২০ তালিবান নিহত হয়েছে।

মারজাহ মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে উল্লেখ করে তিনি বলেন, এ অভিযানে আফগান নিরাপত্তা বাহিনী আরো কয়েকটি বিজয় অর্জন করেছে। গোলযোগপূর্ণ এ জেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী প্রধান সড়ক দুই বছর অবরুদ্ধ থাকলেও এখন তা মুক্ত হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া, দেশটির অন্য কয়েকটি এলাকায় ধারাবাহিক অভিযানে অন্তত ২০ তালিবান নিহত হয়েছে। এ সব অভিযানে সেনা বাহিনীর সহযোগিতায় অংশ নিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট