বিশ্বদেব মঠ ও সেবা সংঘের মাসিক প্রত্রিকার উদ্বোধন ও রক্তদান শিবির কালিয়াগঞ্জে


সোমবার,১১/০১/২০১৬
739

 বিকাশ সাহাঃ   কালিয়াগঞ্জের নসিরহাট এলাকার আটঘড়ায় অবস্থিত বিশ্বদেব মঠ ও সেবা সংঘের উদ্যোগে এদিন রবিবার সকাল থেকে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে ১০০ জনের বেশি রক্তদাতা রক্তদান করেন। আগামী ১২ জানুয়ারি বিশ্বদেব মঠের তৃতীয় প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আধ্যাত্মিক, বৈদ্ধিক, শান্তিময়, সুস্থ সমাজ জাগরণের লক্ষে দেববাণী নামক একটি মাসিক প্রত্রিকার উদ্বোধন করা হয়। রক্তদান শিবির ও দেববাণী প্রত্রিকার উদ্বোধন করেন কুনোরের ভারত সেবাশ্রম সংঘের উৎপল মহারাজ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবিরকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ শহর সহ নশিরহাট সংলগ্ন এলাকার কয়েকশ মানুষ মঠ প্রাঙ্গনে আসেন এবং মঠের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিশ্বদেব মঠ ও সেবা সংঘের স্বামী শিবাত্মনন্দজী মহারাজ জানান, ১২ই জানুয়ারি মঠের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে দুদিন আগেই এদিন রবিবার ছুটির দিনে প্রতিবছরের ন্যায় এবারও আমরা রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এদিন রাতে অক্ষরধাম মন্দিরে পূজিত স্বামী নারায়ণের জীবনী বিষয়ে মঠ প্রাঙ্গনে একটি তথ্য চিত্র দেখানো হবে। বিশ্বদেব মঠের উদ্যোগে দুগ্ধদান প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে মঠ প্রাঙ্গনে সোমবার থেকে এলাকার বয়স্ক মানুষদের দুদ্ধ খাওয়ানোর ব্যবস্থা করা হবে।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট