পরিতোষ বর্মণঃ যুব পার্লামেন্ট প্রতিযোগিতায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার পর উত্তরবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করলো বালুরঘাট কলেজ। গত ৮ই জানুয়ারী জলপাইগুড়ির হাকিমপাড়ায় জলপাইগুড়ি জেলা হাইস্কুলে। উত্তরবঙ্গের সাতটি জেলাকে হারিয়ে ডিভিশন্যাল লেবেলে যুব পার্লামেন্ট প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে বালুরঘাট কলেজ। এছাড়াও চারটি বিভাগে একক ভাবে সেরা পুরস্কার পেয়েছে বালুরঘাট কলেজের চারজন প্রতিযোগী। প্রথম রার্নাস আপ হয় মালদা কলেজ ও দ্বিতীয় রার্নাস আপ হয় শিলিগুড়ি কলেজ। সোমবার বালুরঘাট কলেজে প্রথম পুরস্কারের ট্রফি নিয়ে আসতেই আনন্দ উল্লাসে মেতে ওঠে কলেজের ছাত্র-ছাত্রীরা। এর পর কলকাতায় রাজ্য লেভেলের যুব পার্লামেন্ট প্রতিযোগিতায় বালুরঘাট কলেজ অংশগ্রহণ করবে।
যুব পার্লামেন্ট প্রতিযোগিতায় জয়ী হল বালুরঘাট কলেজ
মঙ্গলবার,১২/০১/২০১৬
699