পরিতোষ বর্মণঃ বিবেকান্দের জন্ম দিন উপলক্ষ্যে আজ বালুরঘাট শহরের আর্য সমিতি ক্লাব সংলগ্ন পার্কটি নব রুপে সাজিয়ে তার শুভ উদ্ধোধন করলেন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী। উদ্ধোধনের সাথে সাথে এলাকার ছোটদের ও প্রবীণদের জন্য খুলে দেওয়া হল এই পার্ক। আপাতত পার্কটির কোন নাম দেওয়া হয়নি। তবে সদ্য অকাল প্রয়াণ হওয়া বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান চয়নিকা লাহার নামে পার্কটির নাম দেওয়া যায় কিনা তা বিবেচনা করছে প্রশাসন।
বাম আমলে তৈরি হওয়া এই পার্কটি রক্ষণা বেক্ষণের অভাবে পরিত্যক্ত অবস্থায় পরে ছিল। পার্কটির জীর্ণ দশা লক্ষ্য করেছিলেন পূর্তমন্ত্রী। এর পর তিনি নিজে উদ্যোগ নিয়ে পার্কটিকে নতুন রুপে সাজিয়ে তোলেন। পার্কে ছোটদের মনোরঞ্জনের জন্য রয়েছে ছোটা ভীম, খরগোশ, দোলনা, স্লিপার। ছোটদের পাশাপাশি এলাকার প্রবীণরা এই পার্কে বসে আড্ডা দিতে পারবেন এই ভেবে পার্কটিকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে বলে পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন।
পার্ক উদ্বোধন করলেন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী
মঙ্গলবার,১২/০১/২০১৬
510

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: