পরতোষ বর্মণঃ আসন্ন বিধানসভাকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে নেমে পড়লেন জমিয়তে উলামায়ে হিন্দ তথা সিদ্দিকুল্লাহ পার্টির প্রধান হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ও কুমারগঞ্জে দুটি সভা করেন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। হরিরামপুরে ছোট সভা করলেও এদিন গঙ্গারামপুর থ্যানার কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত ফুলবাড়ি হাই স্কুল মাঠে একটি প্রকাশ্য সভা করেন তিনি।
এদিনের সভা থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী ও তার দলের আদর্শকে সামনে রেখে বিজেপি দলের তুমুল সমালোচনা করেন। তার সমালোচনার ঝড় থেকে রেহায় পায়নি ৩৪ বছর রাজ্য কায়েম রাখা বামফ্রন্থীরা ও কংগ্রেস। এদিন সভার প্রথমে জমিয়তে উলামায়ে হিন্দের এঅয়াইডিএফের রাজ্য সহ-সভাপতি অভয়নাথ তেওয়ারি ও অন্যতম রাজ্য সদস্য মক্তারফুল সরকার দেশ জুড়ে চলা সন্ত্রাস ও অসহিষ্ণুতা নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন। তবে মূল বক্তা হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিজেপি কর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় উষ্কানি মূলক ঘটনা ঘটিয়ে চলেছে তাতে প্রমাণিত এ রাজ্যে তাদের দলের ধ্বংস স্তূপ হতে বেশী সময় নেই। এ রাজ্যে ২০১৬ সালের নির্বাচনেই মানুষ বিহারের মত বিজেপিকে বঙ্গোপসাগরে ফেলে দেবে। তখন সেই বিজেপিরাই আবার যোগদান করবে তৃণমূলে। এদের কোন নীতি নেই।
জমিয়ত উলামায়ে হিন্দ -এর প্রকাশ্যে সমাবেশ
বৃহস্পতিবার,১৪/০১/২০১৬
841

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: