দক্ষিণ দিনাজপুরে আসছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি


শনিবার,১৬/০১/২০১৬
553

 পরিতোষ বর্মণঃ   মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরেই দক্ষিণ দিনাজপুরে আসছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি। আগামী ১৮ই জানুয়ারী বংশীহারী হাই স্কুল মাঠে জনসভা করবেন তিনি। তারই শেষ পর্যায়ের ব্যস্ততা এখন তুঙ্গে। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ সভাস্থল পরিদর্শনে গেলেন জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার, অন্যতম জেলা বিজেপির সধারন সম্পাদক মানস সরকার সহ অন্যান্যরা।
বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই জেলায় একে একে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের হেবি ওয়েট নেতারা। কিছু দিন আগেই প্রশাসনিক কাজে জেলা সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরই আগামী ১৮ই জানুয়ারী জেলায় পা রাখতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি। এরপর আগামী ২০শে জানুয়ারী বুনিয়াপুরে জনসভা করতে আসছেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরির পাশাপাশি জনসভায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, সাংসদ এস এস আলুওয়ালিয়া সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্ব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট