তৃণমূল ছাত্র পরিষদের কর্মীসভা


রবিবার,১৭/০১/২০১৬
524

 পরিতোষ বর্মণঃ   রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হওয়ার পর বিভিন্ন জেলায় উন্নয়নের জোয়ার এসেছে। যুব সমাজের জন্য প্রতি জেলায় আই টি আই কলেজ, পলেটেকনিক থেকে ডিগ্রী কলেজে ভরিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসেবে শুনতে খারাপ লাগে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা নিজেদের মধ্যে গণ্ডগোল করছে। তাও যেই জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া অন্য কোন বিরোধী ছাত্র সংগঠন নেই। রাজ্যের অন্য কোন কলেজে গন্ডগোলের খবর তো আসে না। শুধু মাত্র দক্ষিণ দিনাজপুর জেলার একটি কলেজ নিয়ে বারবার গন্ডগোলের খবর যায়। এমনটা হবে কেন। এই সব একদম বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, বলে সাফ জানিয়ে দেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি অশোক রুদ্র।
রবিবার গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে তৃণমূল ছাত্র পরিষদের এক বিশেষ কর্মী সভায় অশোক রুদ্র সাফ জানান না চাইতে মমতা ব্যানার্জী অনেক কিছু দিয়েছেন। তার পরেও নিজেদের মধ্যে কয়েকটা কলেজে গণ্ডগোল হবে। এমন তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট চাই না। এতে যদি একটা কলেজে ক্ষমতায় তৃণমূল না আসতে পারে তাহলে তাই হবে। তবুও নিজেদের মধ্যে গণ্ডগোল বরদাস্ত করা হবে না কোন মতেই। এদিনের কর্মী সভায় হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিত্র, জেলা ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় সহ অন্যান্য ছাত্র নেতা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট