ফিক্সিং টেনিসেও

“টেনিসে পাতানো ম্যাচ: সন্দেহজনক পাতানো ম্যাচের প্রমাণ প্রকাশিত।” তার মানে টেনিসেও পাতানো ম্যাচের খেলা চলে! শুধ কি তাই? বলা হচ্ছে, টেনিসের শীর্ষ পর্যায়ে পাতানো ম্যাচের প্রমাণের গোপন নথি পাওয়া গেছে। এর মধ্যে আছে টেনিসের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডনের ম্যাচও। বিবিসি ও বাজফিড নিউজ এই খবর প্রকাশ করে চমকে দিয়েছে।

শেষ দশকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০ খেলোয়াড়ের তালিকায় থাকা ১৬ জন খেলোয়াড়ের বিরুদ্ধে পাতানো ম্যাচের সাথে জড়িত থাকার অভিযোগ আছে। টেনিসের নৈতিকতা ইউনিট টিআইইউর এই সন্দেহ। অবশ্য সন্দেহ থাকলেও সবাইকে খেলার অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে আছেন গ্র্র্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়ও।

টেনিসের মধ্যে থাকা কলুষতা দূর করতে তৈরি করা হয় নৈতিকতা কমিটি। বেটিং সম্পর্কিত দূর্ণীতি নিয়ে যারা কাজ করেছে। ২০০৭ সালে টেনিসের বিশ্ব সংস্থা এটিপির চালানো তদন্তের রিপোর্ট আছে বিবিসির হাতে। নিকোলাই ডেভিডেঙ্কো ও মার্টিন ভাসালোর একটি ম্যাচ নিয়ে সন্দেহ জেগেছিল। সেটি নিয়ে তদন্ত শুরু। পরে দুই খেলোয়াড় নিস্কলুষ প্রমাণিত হয়েছেন। তবে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের সাথে বাজিকর বা জুয়াড়িদের সম্পর্ক ও সংযোগ নিয়ে আরো ব্যাপক আকারে তদন্ত চলেছে।

এই তদন্তে টেনিসকে ঘিরে রাশিয়া, ইতালিতে কোটি কোটি পাউন্ডের জুয়ার বেটিং সিন্ডিকেট আবিস্কৃত হয়। উইম্বলডনের তিনটি ম্যাচ পাতানো বলে সন্দেহ করা হয়। ২০০৮ সালে টেনিস সংস্থার জন্য করা গোপন একটি রিপোর্টে তদন্ত কর্মকর্তারা বিস্ফোরক তথ্য জানান। ২৮ জন খেলোয়াড়কে তদন্তের মধ্যে আনার কথা বলেন তারা। কিন্তু এ নিয়ে পরে আর কোনো কাজ হয়নি। ২০০৯ সালে টেনিসে দূর্ণীতি বিরোধী নতুন আইন করা হয়। আইনী পরামর্শ নেয়ার পর বলা হয়, বিগত দিনের দূর্ণীতি নিয়ে কাজ করা সম্ভব না।

নৈতিকতা কমিটির একজন মুখপাত্র জানান, “এর ফলে ২০০৮ সালের রিপোর্টে যে খেলোয়াড়দের নাম এসেছিল তাদের কারো বিরুদ্ধে তদন্ত চালানো সম্ভব হয়নি।”

বিবিসির হাতে অভিযুক্ত খেলোয়াড়দের নাম আছে। বেটিং সিন্ডিকেটের নাম আছে। কিন্তু খেলোয়াড়দের নাম তারা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, এই খেলোয়াড়দের ফোন, ব্যাংক ও কম্পিউটার রেকর্ড চেক না করলে তারা আসলে ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন কি না তা জানা সম্ভব না। টেনিসের নৈতিকতা কমিটির সেই ক্ষমতা আছে। টেনিসে ম্যাচ পাতানোর সন্দেহ, সংশয় চলে যায়নি। এখনো বিদ্যমান তা। নৈতিকতা কমিটির রিপোর্টে উঠে এসেছে যাদের নাম তাদের মধ্যে ৮ খেলোয়াড় সোমবার শুরু অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিচ্ছেন।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

1 week ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

1 week ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

1 week ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

1 week ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

1 week ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

1 week ago
https://www.banglaexpress.in/ Ocean code: