রাজ্যের কাছে প্রশ্ন করলো কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি


সোমবার,১৮/০১/২০১৬
636

“যেই সব দুষ্কৃতিরা মালদার কালিয়াচকে থানায় আগুন লাগিয়েছে, দাঙ্গা লাগিয়ে থানার সব অপরাধীদের নথি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তারই আজ পার পেয়ে যাচ্ছে। তাদের রক্ষা করছে বর্তমান সরকার। আর যারা নির্দোষ তাদের ধরে ধরে মারধোর থেকে হেনস্থা করছে পুলিশ। এটা কেমন বিচার সরকারে”। সোমবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারী হাই স্কুল মাঠে বিজেপির এক জনসভায় এসে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে এমনটাই প্রশ্ন করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি।
তিনিও প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুতপূর্ণ সম্পর্ক করতে চান। তাই বলে দুষ্কৃতিদের রক্ষা করবেন আর নির্দোষদের সাজা দেবেন এমনটা চলতে পারে না। আপনার রাজত্বে পশ্চিমবঙ্গে এমনটা হতে পারে শুধু আর অন্য কোথাও না। বিজেপির কেন্দ্রীয় সরকার কোন দুষ্কৃতিদের রক্ষা করে না বা তাদের সাহায্যও করে না। বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার দুষ্কৃতিদের খুঁজে খুঁজে জেলে পুড়ছে ও তাদের উপযুক্ত শাস্তি দিচ্ছে। তিনি এদিন সভা থেকে সাফ জানিয়ে দেন ভারতের বুকে কোন রকম দেশ বিদ্রোহী কাজ করতে দেবে না বিজেপি। এদিনের জনসভায় হাজির ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি রুপা গাঙ্গুলী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সির্দ্ধানাথ সিং, বিজয় কৈলাশ বর্গী, রাহুল সিনহা ছাড়া উত্তরবঙ্গের সাত জেলার সভাপতি ছাড়া অন্যান্য নেতৃত্ব।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট