আন্তর্জাতিক বানিজ্য ও সামগ্রিক বিকাশ সম্পর্কে আলোচনা চক্র কালিয়াগঞ্জে


বৃহস্পতিবার,২১/০১/২০১৬
660

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আর্থিক সহায়তায় ও কালিয়াগঞ্জ কলেজের অর্থনীতি বিভাগের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী আন্তর্জাতিক বানিজ্য ও সামগ্রিক বিকাশ সম্পর্কে আলোচনা চক্রের আয়োজন করা হয় কালিয়াগঞ্জ কলেজে। কালিয়াগঞ্জ কলেজের হল ঘরে এদিন বৃহস্পতিবার আলোচনা চক্রের প্রথম দিনে উপস্থিত ছিলেন, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসি গোপাল চন্দ্র মিশ্র, আইআইএম অধ্যাপক প্রতিম পাল, সিএসএসএস অধ্যাপক ডঃ শৈবাল কর, সিএসএসএস অধ্যাপক তুষার কান্তি নন্দ, ওমেন্স ক্রিশ্চান কলেজের অধ্যাপিকা ডঃ মৌসুমি কর, কলকাতার বি কে সি কলেজের অধ্যাপক জয়ন্ত কুমার দ্বিবেদি সহ কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযূষ কুমার দাস, অধ্যাপক চন্দন রায়, শিক্ষক সংসদের সম্পাদক পবিত্র কুমার বর্মণ, বিপুল মণ্ডল, ধনঞ্জয় সাউ সহ প্রমুখ।
এদিন সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া আন্তর্জাতিক বানিজ্য ও সামগ্রিক বিকাশ সম্পর্কে দুদিন ব্যাপী আলোচনা চক্রের প্রথম দিনে কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক ও অধ্যাপিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মত।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট