BSF -এর দারুন উদ্যোগ সীমান্ত বসবাসকারীদের সাথে


বৃহস্পতিবার,২১/০১/২০১৬
789

সীমান্তে বসবাসকারীদের সাথে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হল ১৯৯ ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। এমনকি বিএসএফ মানেই ভয় এই আতঙ্ক কাটাতে বৃহস্পতিবার হিলি বিওপি থেকে ওই এলাকার ১২ স্কুলের খুদে পড়ুয়াদের মধ্যে বিলি করা হল খাতা, কলম থেকে স্কুল ব্যাগ, খেলার নানা সামগ্রী। যাতে করে খুদে পড়ুয়াদের মন থেকে বিএসএফ মানেই ভয় নয়, তারাও মানুষ ও তাদের বন্ধু, এ ধারনা আসে। তাই এদিন হিলি বিওপি থেকে এলাকার ১২ টি স্কুলের প্রায় কয়েকশো ছেলে মেয়েদের হাতে পড়াশুনা ও খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও তাদের বসে খাওয়ার ব্যবস্থাও করা হয় বিএসএফের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন কমান্ডডেন্ট জীতেন্দ্র সিং বিঞ্জি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সেকেন্ড ইন কম্যান্ড অলকেশ কুমার সিনহা, ডি সি পতিরাম ডি কে সিং সহ অন্যান্য বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা।
কমান্ডডেন্ট জীতেন্দ্র সিং বিঞ্জি জানিয়েছেন, সীমান্তবর্তী মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে আগামী দিনে আরও বেশী করে নানা উদ্যোগ নেবে বিএসএফ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট