জাপান অবরোধ প্রত্যাহার করল ইরান থেকে


শনিবার,২৩/০১/২০১৬
713

জাপান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরানের ওপর থেকে। টোকিও –  এ পদক্ষেপ নিল ছয় জাতির সঙ্গে তেহরানের পরমাণু চুক্তির অংশ হিসেবে। শুক্রবার জাপান ঘোষণা দেয় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার। প্রায় তিন দশক পর পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের শর্তে গত বছর জুলাইয়ে ইরানের সঙ্গে চুক্তি হয় ছয় জাতিগোষ্ঠীর। তেহরান চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলছে বলে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা গত ১৬ জানুয়ারি নিশ্চিত করে। এরপরই পশ্চিমা দেশগুলি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে।

সংবাদ সম্মেলনে শুক্রবার চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, ‘ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার এবং ঐতিহ্যগত বন্ধুত্বের সম্পর্ক হিসেবে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে চায় জাপান।’ পশ্চিমা অবরোধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানে আটকা পড়ে আছে ইরানের ১০ বিলিয়ন ডলার। অবরোধের প্রত্যাহারের ফলে এসব অর্থ এখন দেশটি ছাড় পেতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট